কলেজের EIIN : | 111770 |
---|---|
কলেজের নাম : | ধারা আদর্শ ডিগ্রি কলেজ |
গ্রাম/বাড়ি/সড়ক : | ধারা,হালুয়াঘাট,ময়মনসিংহ |
ওয়ার্ড : | ০২ |
পোস্ট অফিস : | ধারা |
পুলিশ স্টেশন : | হালুয়াঘাট |
জেলা : | ময়মনসিংহ |
ফোন নাম্বার : | ০১৮৫৫৬৮৬০১৭ |
বিদ্যালয়ের সিফট : | এক সিফট |
শ্রেনী কার্যক্রম : | 10:00 AM - 03:00PM |
মোট জমির পরিমান : | ৪.৮০ একর |
মোট শ্রেনীকক্ষের সংখ্যা : | ৪৩ |
আইসিটি ল্যাব সংখ্যা : | ০১ টি |
পাঠাগার এর জন্য কক্ষ সংখ্যা : | ১ |
সিমানা প্রাচীর আছে কিনা : | আছে |
ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন : | ধারা |
পোস্ট কোড : | ২২৬১ |
উপজেলা : | হালুয়াঘাট |
বিভাগ : | ময়মনসিংহ |
dharaadarshadegreecollege@gmail.com | |
শিক্ষার্থির সংখ্যা : | ২১৪৩ জন |
প্রতিষ্ঠানের ধরন : | এক সিফট |
ভবন সংখ্যা : | ৯ |
মাল্টিমিডিয়া শ্রেনীকক্ষ : | ১ |
বিজ্ঞানাগার এর জন্য কক্ষ সংখ্যা : | ১ |
অডিটোরিয়াম আছে কিনা : | নেই |
আমি স্মরন করছি সর্বকালের সর্বশের্ষ্ঠ বাঙালি স্বাধীণ বাংলার রূপকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। স্মরন করছি ৩০ লক্ষ শহীদদের যাদের আত্মত্যাগে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। স্মরন করছি ১৫ ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য ও স্বজনদের, এদের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি।
ঐতিহাসিক আগা বাকের এর ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ উপজেলার বার আউলিয়ার পূর্নভূমি ১২ নং রঙ্গশ্রীর অর্ন্তগত ৪ নং শ্যামপুর ওয়ার্ডে বিশখালি নদীর তীরে অবস্থিত শ্যামপুর মাধ্যামিক বিদ্যালয়। বিংশ শতাব্দীর প্রথম দশকে প্রথম দিকে প্রতিষ্ঠিত ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের অন্যতম জ্ঞান বিতরনকারী আলোক বর্তিকা এই শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়টি । ১৯৩২ সালে সমসাময়িক কতিপয় বিদ্যোৎসাহী দানবীর, সমাজসেবী, ভদ্র মহাদয় এর সহযোগিতায় অসামান্য পূতঃ চরিত্র তৎকালীন এলাকার প্রভাবশালী জমিদার, হীরন্য কুমার রায় চৌধুরী ১৯৩২ সালের ১লা জানুয়ারি এই বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। অত্র বিদ্যালটির একটি গৌরবময় ইতিহাস আছে , ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অত্র বিদ্যালয়ের ছাত্র শিক্ষক মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। তৎকালীন বাকেরগঞ্জ থানার একমাত্র মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিলো শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়টি যার পরিপ্রেক্ষিতে পাক হানাদার বাহীনি ১৯৭১ সালের ১৬ই নভেম্বর অত্র বিদ্যালয়টি ও সংলগ্ন বাজারটি পুড়ে ফেলে। নিহত হন ৩০ জন মুক্তিকামী মানুষ, আমি তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি, যার পরিপ্রেক্ষিতে এখানে করা হয়েছে একটি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ব। বিট্রিশ বিরোধী আন্দোলন, হিন্ধু মুসলিম দাঙ্গা বিভিন্ন সমস্যা জনিত কারনে বহুবছর যাবৎ বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকে। অত্র এলাকার শিক্ষার আলো বিতরনের মানষে তৎকালীন এলাকার কয়েকজন শিক্ষানুরাগী ব্যাক্তি এগিয়ে আসেন। যার অগ্রভাগে ছিলেন নির্ভীক তরুন সৎ সাহসী দৃড়চেতা সংকল্পে অটুট, জনদরদী কর্মবীর আদর্শবান সমজসেবী ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ আব্দুর রাজ্জাক মিয়া (সাবেক শিক্ষক) বিশ্ববিদ্যালয় ডিগ্রী প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তার জামাতা মরহুম অধ্যাপক ইউনুস মিয়া। আমি এদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। ১৯৫৯ সালে আলহাজ্ব আব্দুর রাজ্জাক মিয়া বিদ্যালয়টি পুন: প্রতিষ্ঠা করেন। ১৯৬০ সনে বিদ্যালয়টি বোর্ড কর্তৃক স্বীকৃত স্বীকৃতি প্রাপ্ত হন। এরপর আর থেমে থাকেনি বিদ্যালয়টি।
বিদ্যালয়ের পূর্ব নামঃ শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়। বর্তমান নামঃ শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী (নাটু বাবু) মাধ্যমিক বিদ্যালয়। মিসেস ছায়া রায় চৌধুরী তার স্বর্গীয় স্বামী শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী (নাটু বাবু) এর নামে বিদ্যালয়টি পূনঃপ্রতিষ্ঠা এবং নামকরন করেন। গত ২৯ শে আগস্ট ২০২২সন ১৪ই ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে, শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়ে শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী নাটু বাবু মাধ্যমিক বিদ্যালয় নামকরণ করা হয়। গত ৮ই সেপ্টেম্বর ২০২২ সন ২৪ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল এর চেয়ারম্যান জনাব, প্রফেসর মোহাম্মদ ইউনুস বিদ্যালয় এর নতুন নামফলক উন্মোচন করেন। একজন বীর মুক্তিযোদ্ধার নামে বিদ্যালয় এর নামকরণ হওয়ায় অর্থ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আনন্দিত ও গর্বিত। জাতীর শ্রেষ্ঠ সন্তানকে সম্মানিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় শিক্ষা মন্ত্রী, উপ শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবও সংশ্লিষ্ট ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
বিদ্যালয় এর পূর্ণ নামঃশহীদ কুমুদ বন্ধু রায়চৌধুরী (নাটু বাবু) মাধ্যমিক বিদ্যালয়। ইংরেজিতে# Shaheed kumud Bandhu Roy Chowdhury (Nato Babu) Secondary school. EIIN-100447. বোড’ কোড ১৯৭৯, M. P.O কোড-5107011303
বিনীত নিবেদক,
মোঃ নিজামুল কাদির
প্রধান শিক্ষক
শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী নাটু বাবু মাধ্যমিক বিদ্যালয়
শ্যামপুর, বাকেরগঞ্জ, বরিশাল
Dhara Adarsha Degree College
Dhara, Haluaghat, Mymensingh, Bangladesh
01885686017
dharaadarshadegreecollege@gmail.com
info@dadcollege.edu.bd
Web- dadcollege.edu.bd